ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Geography gk PDF in Bengali

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পড়ুন বাংলা ভাষায়। প্রতিযোগিতামূলক পরীক্ষা, WBCS, SSC, Rail, PSC সহ বিভিন্ন পরীক্ষার জন্য এখানে পাবেন Geography GK PDF in Bengali।

ভূমিরূপ বলতে কী বোঝায়?

উত্তর: পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন আকার-আকৃতি বা রূপকে ভূমিরূপ বলা হয়।

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভূমিরূপ গঠনের প্রধান শক্তি কয়টি?

উত্তর: দুই প্রকার – অন্তর্গত শক্তি ও বহিঃশক্তি।

অন্তর্গত শক্তির দ্বারা গঠিত ভূমিরূপকে কী বলে?
উত্তর: নির্মাণমূলক ভূমিরূপ।

বহিঃশক্তির দ্বারা গঠিত ভূমিরূপকে কী বলে?
উত্তর: বিনাশমূলক ভূমিরূপ।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি কোন শক্তির ফল?
উত্তর: অন্তর্গত শক্তির ফল।

নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ কোন শক্তির ফল?
উত্তর: বহিঃশক্তির ফল।

পাহাড় ও পর্বত

  1. পাহাড় কাকে বলে?
    উত্তর: ভূপৃষ্ঠের উচ্চতম খণ্ডকে পাহাড় বা পর্বত বলে।

  2. পাহাড়ের প্রকারভেদ কয়টি?
    উত্তর: ৪ প্রকার – ভাঁজপাহাড়, ফল্টপাহাড়, ব্লকপাহাড়, আগ্নেয়পাহাড়।

  3. সবচেয়ে নবীন ভাঁজপাহাড় কোনটি?
    উত্তর: হিমালয় পর্বতমালা।

  4. সবচেয়ে প্রাচীন ভাঁজপাহাড় কোনটি?
    উত্তর: আরাবল্লি পর্বত।

  5. উদাহরণসহ দুটি ফল্টপাহাড়ের নাম বলো।
    উত্তর: ভিন্ধ্য ও সাতপুরা (ভারত)।

  6. অগ্নিগিরির দ্বারা সৃষ্ট পাহাড়কে কী বলে?
    উত্তর: আগ্নেয় পাহাড়।

মালভূমি ও সমভূমি (ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর)

  1. মালভূমি কী?
    উত্তর: বিস্তীর্ণ উচ্চভূমি যার উপরের অংশ সমান, তাকে মালভূমি বলে।

  2. ভারতের প্রধান মালভূমির নাম কী?
    উত্তর: দাক্ষিণাত্য মালভূমি।

  3. সমভূমি কী?
    উত্তর: নিচু ও সমান ভূপৃষ্ঠকে সমভূমি বলে।

  4. সমভূমির প্রধান উপকারিতা কী?
    উত্তর: কৃষি, বসতি, যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠা।

  5. বিশ্বের বৃহত্তম সমভূমি কোনটি?
    উত্তর: আমাজন অববাহিকার সমভূমি।

  6. ভারতের বৃহত্তম সমভূমি কোনটি?
    উত্তর: গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি।

নদী দ্বারা গঠিত ভূমিরূপ

  1. নদীর ক্ষয়কাজে গঠিত ভূমিরূপ কী কী?
    উত্তর: গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত ইত্যাদি।

  2. নদীর সঞ্চয়কাজে গঠিত ভূমিরূপ কী কী?
    উত্তর: বন্যাপ্লাবনভূমি, অ্যালুভিয়াল পাখা, বদ্বীপ।

  3. বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি?
    উত্তর: গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ।

  4. গিরিখাত কীভাবে গঠিত হয়?
    উত্তর: নদীর গভীর ক্ষয়কাজে গিরিখাত গঠিত হয়।

  5. অ্যালুভিয়াল পাখা কোথায় গঠিত হয়?
    উত্তর: পাহাড়ি নদী সমভূমিতে প্রবেশ করলে পলিমাটি জমে অ্যালুভিয়াল পাখা গঠিত হয়।

হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ

  1. হিমবাহ কী?
    উত্তর: জমাট বাঁধা বরফের স্রোত যা ধীরে ধীরে নেমে আসে।

  2. হিমবাহের ক্ষয়কাজে গঠিত ভূমিরূপ কী কী?
    উত্তর: সার্ক, হ্যাংগিং ভ্যালি, ইউ-আকৃতির উপত্যকা।

  3. হিমবাহের সঞ্চয়কাজে কী তৈরি হয়?
    উত্তর: মোরেইন, ড্রামলিন, এস্কার।

  4. সার্ক কী?
    উত্তর: হিমবাহের ক্ষয়ে পাহাড়ি অঞ্চলে বাটির মতো গর্ত।

  5. মোরেইন কী?
    উত্তর: হিমবাহ বরফের সঙ্গে আনা পাথর ও মাটির সঞ্চয়।

বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ

  1. বায়ুর ক্ষয়কাজে কোন ভূমিরূপ সৃষ্টি হয়?
    উত্তর: ইয়ারডাং, মাশরুম শিলা।

  2. বায়ুর সঞ্চয়কাজে কী তৈরি হয়?
    উত্তর: বালিয়াড়ি (Sand dune), লেস মালভূমি।

  3. ইয়ারডাং কী?
    উত্তর: বায়ুর ক্ষয়ে গঠিত দীর্ঘাকার খাঁজ।

  4. লেস মালভূমি কোথায় পাওয়া যায়?
    উত্তর: চীনের হোয়াংহো নদীর তীরে।

সমুদ্রতরঙ্গ দ্বারা গঠিত ভূমিরূপ

  1. সমুদ্রতরঙ্গের ক্ষয়কাজে কোন ভূমিরূপ সৃষ্টি হয়?
    উত্তর: সি-ক্লিফ, সি-কেভ, সি-আর্চ, স্ট্যাক।

  2. সি-আর্চ কী?
    উত্তর: সমুদ্রের তরঙ্গ শিলাখণ্ড ভেদ করে আর্চ আকৃতি তৈরি করে।

  3. সি-স্ট্যাক কীভাবে গঠিত হয়?
    উত্তর: সি-আর্চ ভেঙে গেলে স্ট্যাক তৈরি হয়।

  4. সমুদ্রতরঙ্গের সঞ্চয়ে কী গঠিত হয়?
    উত্তর: সমুদ্রসৈকত, বালুচর, বার।

  5. বালুচর কী?
    উত্তর: সমুদ্রতটে জমে থাকা বালির সঞ্চয়।

আগ্নেয় ভূমিরূপ(ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর)

  1. আগ্নেয়গিরি কী?
    উত্তর: ভূগর্ভস্থ লাভা ও গ্যাস বিস্ফোরণসহ নির্গত হলে আগ্নেয়গিরি সৃষ্টি হয়।

  2. লাভার সঞ্চয়ে কোন ভূমিরূপ গঠিত হয়?
    উত্তর: লাভা মালভূমি, আগ্নেয়গিরির শঙ্কু।

  3. ভারতের কোন মালভূমি লাভার সঞ্চয়ে গঠিত?
    উত্তর: দাক্ষিণাত্য মালভূমি।

  4. বিশ্বের বৃহত্তম লাভা মালভূমি কোথায়?
    উত্তর: কলম্বিয়া মালভূমি (আমেরিকা)।

অন্যান্য

  1. কার্স্ট ভূমিরূপ কীভাবে গঠিত হয়?
    উত্তর: চুনাপাথরের ক্ষয়ে।

  2. কার্স্ট ভূমিরূপের উদাহরণ কী কী?
    উত্তর: গুহা, স্তম্ভ, সিন্কহোল।

  3. স্তালাকটাইট কী?
    উত্তর: গুহার ছাদ থেকে ঝুলন্ত খনিজ স্তম্ভ।

  4. স্তালাগমাইট কী?
    উত্তর: গুহার মেঝেতে দাঁড়ানো খনিজ স্তম্ভ।

  5. ডেল্টা গঠনের জন্য কী প্রয়োজন?
    উত্তর: প্রচুর পলিমাটি, শান্ত সাগর, প্রশস্ত মোহনা।

  6. আগ্নেয় দ্বীপের উদাহরণ দাও।
    উত্তর: আন্দামান-নিকোবর, হাওয়াই দ্বীপপুঞ্জ।

  7. ভূমিরূপ গঠনে সময় কেন গুরুত্বপূর্ণ?
    উত্তর: কারণ ক্ষয় ও সঞ্চয়ের কাজ দীর্ঘ সময় ধরে চলে।

  8. ভূমিরূপ অধ্যয়নের গুরুত্ব কী?
    উত্তর: প্রাকৃতিক সম্পদ ব্যবহার, কৃষি, নগরায়ণ ও প্রতিরক্ষা পরিকল্পনা।

  9. ‘ভূমিরূপের জ্যামিতি’ কাকে বলা হয়?
    উত্তর: ভূ-আকৃতি বিজ্ঞান (Geomorphology)।

পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও অন্তর্গত শক্তি(Geography gk PDF in Bengali )

  1. ভূমিকম্প কাকে বলে?
    উত্তর: ভূগর্ভস্থ শিলাস্তরে হঠাৎ কম্পনের ফলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠাকে ভূমিকম্প বলে।

  2. ভূমিকম্পের কেন্দ্র কী?
    উত্তর: ভূগর্ভস্থ যে স্থানে ভূমিকম্প উৎপন্ন হয়, তাকে কেন্দ্র বা ফোকাস বলে।

  3. ভূমিকম্প তরঙ্গ কয় প্রকার?
    উত্তর: তিন প্রকার – প্রাইমারি (P), সেকেন্ডারি (S), সারফেস তরঙ্গ।

  4. অগ্নেয় দ্বীপ কিভাবে সৃষ্টি হয়?
    উত্তর: সমুদ্রতলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে।

  5. ভূপৃষ্ঠে অন্তর্গত শক্তির কাজের দুটি উদাহরণ দাও।
    উত্তর: হিমালয় পর্বতের সৃষ্টি, আন্দামান দ্বীপপুঞ্জের সৃষ্টি।

ভাঁজ ও ফল্ট ভূমিরূপ

  1. ভাঁজ ভূমিরূপ কী?
    উত্তর: পৃথিবীর ভূত্বকে চাপ পড়লে শিলাস্তর বাঁক খায়, তাকে ভাঁজ ভূমিরূপ বলে।

  2. ফল্ট ভূমিরূপ কী?
    উত্তর: ভূত্বকের শিলাস্তর ভেঙে সরে গেলে ফল্ট ভূমিরূপ তৈরি হয়।

  3. গ্রাবেন কী?
    উত্তর: দুই পাশে ভাঙা ভূখণ্ড নেমে গেলে নিচু অংশকে গ্রাবেন বলে।

  4. হরস্ট কী?
    উত্তর: দুই পাশে ভাঙা ভূখণ্ড ওপরে উঠে গেলে উঁচু অংশকে হরস্ট বলে।

  5. ভিন্ধ্য-সাতপুরা কোন ধরণের ভূমিরূপ?
    উত্তর: ফল্টপাহাড়।

নদীর ভূমিরূপ (ক্ষয়, পরিবহণ, সঞ্চয়)

  1. নদীর ত্রিকাজ কী?
    উত্তর: ক্ষয়, পরিবহণ ও সঞ্চয়।

  2. অক্সবাউ হ্রদ কীভাবে তৈরি হয়?
    উত্তর: বাঁকানো নদীর পুরনো মোড় কেটে গেলে।

  3. মিয়ান্ডার কী?
    উত্তর: নদীর প্রবাহে সাপের মতো বাঁক তৈরি হলে তাকে মিয়ান্ডার বলে।

  4. জলপ্রপাত কীভাবে গঠিত হয়?
    উত্তর: শক্ত ও নরম শিলার স্তর পাশাপাশি থাকলে নদী শক্ত শিলা অতিক্রম করতে না পেরে নিচে নেমে আসে।

  5. ভারতের দুটি বিখ্যাত জলপ্রপাতের নাম বলো।
    উত্তর: জগ জলপ্রপাত (কর্ণাটক), হিরাকুদ জলপ্রপাত (ওড়িশা)।

  6. নদীর বদ্বীপ ও মোহনার পার্থক্য কী?
    উত্তর: বদ্বীপ পলিমাটি জমে তৈরি হয়, মোহনা সমুদ্রতীরবর্তী প্রশস্ত খোলা মুখ।

  7. ডেল্টার আকার কত প্রকার?
    উত্তর: ধনুকাকৃতি, পাখার মতো, আঙ্গুলাকৃতি।

  8. ভারতের কোন নদীর মোহনা রয়েছে?
    উত্তর: মহানদী, গোদাবরী, কৃষ্ণা ইত্যাদি।

  9. ডেল্টা বিহীন নদীর উদাহরণ দাও।
    উত্তর: নর্মদা ও তাপ্তি।

  10. ‘সান্ডারবন’ কিসের জন্য বিখ্যাত?
    উত্তর: বিশ্বের বৃহত্তম বদ্বীপ।


হিমবাহ ভূমিরূপ

  1. হিমবাহের প্রকারভেদ কয়টি?
    উত্তর: উপত্যকা হিমবাহ ও মহাদেশীয় হিমবাহ।

  2. উপত্যকা হিমবাহের উদাহরণ দাও।
    উত্তর: হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।

  3. মহাদেশীয় হিমবাহ কোথায় পাওয়া যায়?
    উত্তর: অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ড।

  4. হিমবাহ উপত্যকার আকার কী?
    উত্তর: U-আকৃতি।

  5. এস্কার কী?
    উত্তর: বরফ গলার জলে পলিমাটি জমে লম্বা ঢিবি তৈরি হলে তাকে এস্কার বলে।


বায়ু ভূমিরূপ

  1. মাশরুম শিলা কীভাবে গঠিত হয়?
    উত্তর: বায়ুর ক্ষয়ে নিচের অংশ বেশি ক্ষয় হলে উপরের অংশ ছাতার মতো থাকে।

  2. বালিয়াড়ির প্রকারভেদ কয়টি?
    উত্তর: বারখান, সি-আকৃতি, তারকা আকৃতি।

  3. বারখান কী?
    উত্তর: অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি।

  4. বালিয়াড়ি প্রধানত কোথায় গঠিত হয়?
    উত্তর: মরুভূমি অঞ্চলে।

  5. লেস কী?
    উত্তর: বায়ুর সঞ্চিত সূক্ষ্ম ধূলিকণার স্তর।

সমুদ্রতরঙ্গ ভূমিরূপ

  1. সি-কেভ কীভাবে গঠিত হয়?
    উত্তর: সমুদ্রতরঙ্গের ক্ষয়ে শিলা ভেদ করে গুহা তৈরি হলে।

  2. সি-ক্লিফ কী?
    উত্তর: সমুদ্রতরঙ্গে ক্ষয়ে সাগরতট খাড়া হয়ে গেলে।

  3. লাগুন কী?
    উত্তর: সমুদ্রসৈকতের সমান্তরাল বালুচরের ভেতরে জলভর্তি স্থান।

  4. বার কী?
    উত্তর: উপকূলে বালির দীর্ঘ প্রাচীর।

  5. কোন দ্বীপকে ‘প্রবাল দ্বীপ’ বলে?
    উত্তর: লাক্ষাদ্বীপ।


আগ্নেয় ভূমিরূপ

  1. আগ্নেয়গিরির ধরণ কয়টি?
    উত্তর: ৩ প্রকার – সক্রিয়, সুপ্ত, নির্বাপিত।

  2. ভারতের সক্রিয় আগ্নেয়গিরির নাম কী?
    উত্তর: ব্যারেন দ্বীপ (আন্দামান)।

  3. লাভা মালভূমি কীভাবে গঠিত হয়?
    উত্তর: বহুবার লাভার স্রোত জমে বিশাল মালভূমি তৈরি হলে।

  4. ডেকান ট্র্যাপ কী?
    উত্তর: দাক্ষিণাত্য মালভূমি লাভার স্তরে গঠিত, যাকে ডেকান ট্র্যাপ বলে।

  5. ভূত্বকের অন্তর্গত গহ্বর ভরে তৈরি শিলাকে কী বলে?
    উত্তর: অন্তঃস্থ আগ্নেয় শিলা।


কার্স্ট ভূমিরূপ

  1. সিঙ্কহোল কী?
    উত্তর: চুনাপাথর ভেঙে গর্ত তৈরি হলে।

  2. লাইমস্টোন গুহা কোথায় বেশি পাওয়া যায়?
    উত্তর: মেঘালয়, অস্ট্রিয়া, স্লোভেনিয়া।

  3. স্তালাকটাইট ও স্তালাগমাইট মিলিত হলে কী তৈরি হয়?
    উত্তর: স্তম্ভ বা কলাম।

  4. কার্স্ট ভূমিরূপ কোন শিলায় তৈরি হয়?
    উত্তর: চুনাপাথর (Limestone)।

  5. কার্স্ট অঞ্চল অধ্যয়নের বিজ্ঞানকে কী বলে?
    উত্তর: স্পিলিওলজি।


সাধারণ ও প্রয়োগভিত্তিক

  1. ভূমিরূপ কেন পরিবর্তিত হয়?
    উত্তর: অন্তর্গত ও বহিঃশক্তির ক্রিয়ার ফলে।

  2. সমভূমি অঞ্চলে কেন জনবসতি বেশি?
    উত্তর: উর্বর জমি, পরিবহন সুবিধা, শিল্প ও নগর গড়ে ওঠা।

  3. পর্বতমালার অর্থনৈতিক গুরুত্ব কী?
    উত্তর: খনিজ সম্পদ, পর্যটন, হাইড্রোইলেকট্রিক শক্তি।

  4. মালভূমিকে কখনো কখনো খনিজ ভান্ডার বলা হয় কেন?
    উত্তর: কারণ এখানে কয়লা, লৌহ, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ পাওয়া যায়।

  5. ‘ভূমিরূপ’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
    উত্তর: Landform।


Previous Post