geography question and answer

 




ভূগোল প্রশ্নোত্তর

প্রশ্ন ১: ভারতের রাজধানী কোথায়?
উত্তর: ভারতের রাজধানী নয়া দিল্লি।

প্রশ্ন ২: ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী।

প্রশ্ন ৩: "নীল নদ" কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত?
উত্তর: নীল নদ আফ্রিকা মহাদেশের মিশরসহ একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত।

প্রশ্ন ৪: বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর: সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।

প্রশ্ন ৫: ভারতের পশ্চিম উপকূলে কোন সমুদ্র অবস্থিত?
উত্তর: আরব সাগর ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত।

প্রশ্ন ৬: পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত।

প্রশ্ন ৭: ভারতের কোন রাজ্যকে "চা বাগানের দেশ" বলা হয়?
উত্তর: অসমকে "চা বাগানের দেশ" বলা হয়।

প্রশ্ন ৮: "সুন্দরবন" কোন নদীর বদ্বীপে অবস্থিত?
উত্তর: গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে সুন্দরবন অবস্থিত।

প্রশ্ন ৯: পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর।

প্রশ্ন ১০: ভারতের "গির অরণ্য" কোন প্রাণীর জন্য বিখ্যাত?
উত্তর: গির অরণ্য এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত।


Next Post