প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর pdf ,History gk in bengali
প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর pdf download ,History gk in bengali. আমরা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে ইতিহাস ,ভূগোল , ইংলিশ গ্রামার , বিজ্ঞন এর প্রশ্ন ও উত্তর পিডিএফ আপলোড করি।
১. হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন?
(ক) দয়ারাম সাহনী
(খ) রাখালদাস ব্যানার্জি
(গ) এম.এম. বৎস
(ঘ) অন্যান্য
Ans:- (ক) দয়ারাম সাহনী
২. কোন শাসক একজন প্রকৃত জৈন সন্ন্যাসীর মতো উপবাসের মাধ্যমে নিজের জীবন ত্যাগ করেছিলেন?
(ক) বিন্দুসার
(খ) অশোক
(গ) চন্দ্রগুপ্ত মৌর্য
(ঘ) অন্যান্য
Ans:- (গ) চন্দ্রগুপ্ত মৌর্য
৩. তরাইনের প্রথম যুদ্ধ (১১৯১ খ্রিস্টাব্দ) কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(ক) মুহাম্মদ ঘোরি এবং ভীম
(খ) মুহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ তৃতীয়
(গ) মুহাম্মদ ঘোরি এবং জয় সিং
(ঘ) মুহাম্মদ ঘোরি এবং অজয়পাল
সাধারণ জ্ঞান বই ইতিহাস কুইজ বই
Ans:- (খ) মুহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ তৃতীয়
৪. কে বাংলাকে মুঘল সাম্রাজ্য থেকে আলাদা করে স্বাধীন করেছিলেন?
(ক) মুর্শিদ কুলি খান
(খ) সাদাত খান
(গ) সরফরাজ খান
(ঘ) অন্যান্য
Ans:- (ক) মুর্শিদ কুলি খান
৫. বিধবা পুনর্বিবাহ আইন কখন প্রণয়ন করা হয়েছিল?
(ক) ১৮৫৩ সালে
(খ) ১৮৫৬ সালে
(গ) ১৮৬৩ সালে
(ঘ) ১৮৬৫ সালে
Ans:- (খ) ১৮৫৬ সালে
৬. ব্রিটিশরা কখন 'ভাগ করো এবং শাসন করো' নীতি গ্রহণ করে?
(ক) ১৮৭৭ সালের পর
(খ) ১৮৩৩ সালের পর
(গ) ১৮৫৮ সালের পর
(ঘ) ১৭৯৯ সালের পর
Ans:- (গ) ১৮৫৮ সালের পর
৭. ইংল্যান্ডে গৃহযুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল?
(ক) চার বছর
(খ) সাত বছর
(গ) দুই বছর
(ঘ) দশ বছর
Ans:- (খ) সাত বছর
৮. আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল?
(ক) পশ্চিম এশিয়া থেকে
(খ) পূর্ব এশিয়া থেকে
(গ) মধ্য এশিয়া থেকে
(ঘ) দক্ষিণ এশিয়া থেকে
Ans:- (গ) মধ্য এশিয়া থেকে
৯. রামায়ণ ও মহাভারত কোন সময়ে রচিত হয়েছিল?
(ক) সিন্ধু উপত্যকার সময়কাল
(খ) দ্রাবিড় যুগ
(গ) বৈদিক যুগ
(ঘ) আর্য যুগ
Ans:- (ঘ) আর্য যুগ
১০. গুপ্ত সমাজ প্রতিষ্ঠা করেন কে?
(ক) হর্ষবর্ধন
(খ) চন্দ্রগুপ্ত
(গ) সমুদ্রগুপ্ত
(ঘ) ব্রহ্মগুপ্ত
Ans:- (খ) চন্দ্রগুপ্ত
১১. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(ক) বৈগমা খান এবং হেমু
(খ) আকবর এবং মির্জা হাকিম
(গ) আকবর এবং বৈগমা খান
(ঘ) আকবর এবং রানা প্রতাপ
Ans:- (ক) বৈগমা খান এবং হেমু
১২. মুহাম্মদ ঘোরি কোথায় রাজত্ব করেছিলেন?
(ক) আফগানিস্তান
(খ) ইরাক
(গ) পারস্য
(ঘ) তুরস্ক
Ans:- (ক) আফগানিস্তান
১৩. মাস্তানি কোন শাসকের প্রেমিকা ছিলেন?
(ক) বাজিরাও পেশোয়া
(খ) নানা সাহেব
(গ) শাহু মহারাজ
(ঘ) শেরশাহ
Ans:- (ক) বাজিরাও পেশোয়া
১৪. কোন মুসলিম শাসক প্রথম বিহার রাজ্য জয় করেছিলেন?
(ক) ভাবর
(খ) খিলজি
(গ) তুঘলক
(ঘ) চেঙ্গিস খান
Ans:- (খ) খিলজি
১৫. মুঘল আমলে ব্রিটিশরা প্রথম কোন শহরে তাদের কারখানা স্থাপন করেছিল?
(A) মাদ্রাজ
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) সুরাট
Ans:- (D) সুরাট
১৬. প্রথম সহায়ক চুক্তি কী ছিল?
(ক) রুহেলখণ্ড
(খ) নিজাম
(গ) আওধ
(ঘ) ঝাঁসি
Ans:-(খ) নিজাম
প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর pdf download ,History gk in bengali
১৭. কর্ণাটক সঙ্গীতের জনক কাকে বলা হয়?
(ক) মৃতুস্বামী দীক্ষিত
(খ) ত্যাগরাজ
(গ) পুরন্দরদাস
(ঘ) স্বাতী তিরুপাল
Ans:-(গ) পুরন্দরদাস
১৮. কার রাজত্বকালে প্রথম চীনা পর্যটক ভারত ভ্রমণ করেছিলেন?
(ক) সমুদ্রগুপ্ত
(খ) প্রথম চন্দ্রগুপ্ত
(গ) হর্ষবর্ধন
(ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সাধারণ জ্ঞান বই ইতিহাস কুইজ বই
Ans:-(ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৯. নিম্নলিখিত কোন মুঘল শাসককে 'নির্মাতাদের রাজপুত্র' বলা হয়?
(ক) আকবর
(খ) ওয়েভার
(গ) শাহজাহান
(ঘ) জাহাঙ্গীর
Ans:-(গ) শাহজাহান
২০. শিখ সম্প্রদায়ের শেষ গুরু কে ছিলেন?
(ক) গুরু অর্জুন দেব
(খ) গুরু তেগ বাহাদুর
(গ) গুরু গোবিন্দ সিং
(ঘ) এগুলোর কোনটিই নয়
Ans:-(গ) গুরু গোবিন্দ সিং
২১. কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোথা থেকে?
(ক) রাজস্থান
(খ) অন্ধ্রপ্রদেশে
(গ) কর্ণাটক
(ঘ) পাঞ্জাব
Ans:-(খ) অন্ধ্রপ্রদেশে
২২. গান্ধার শৈলীর চিত্রকলার প্রবর্তক কে?
(ক) শিব সম্প্রদায়
(খ) মহাযান সম্প্রদায়
(গ) হীনায়ন সম্প্রদায়
(ঘ) এগুলোর কোনটিই নয়
Ans:-(খ) মহাযান সম্প্রদায়
২৩. তাজমহলের নকশাকারী স্থপতি কে ছিলেন?
(ক) ইসমাঈল
(খ) ওস্তাদ ঈসা
(গ) মুহাম্মদ হোসেন
(ঘ) শাহ আব্বাস
Ans:-(খ) ওস্তাদ ঈসা
২৪. বৌদ্ধ বিশ্বাস অনুসারে, গৌতম বুদ্ধের পরবর্তী অবতার কাকে বলে মনে করা হয়?
(ক) কল্কি
(খ) আত্রেয়
(গ) মৈত্রেয়
(ঘ) নাগার্জুন
Ans:-(ক) কল্কি
২৫. নিম্নলিখিত কোন প্রাসাদটি সম্রাট আকবর ফতেহপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন?
(ক) মতিমহল
(খ) হীরার প্রাসাদ
(গ) পঞ্চমহল
(ঘ) থিয়েটার প্রাসাদ
Ans:-(গ) পঞ্চমহল
২৬. কুতুব মিনারের কাছে কোন রাজা লৌহস্তম্ভ নির্মাণ করেছিলেন?
(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(খ) সমুদ্রগুপ্ত
(গ) স্কন্দগুপ্ত
(ঘ) রামগুপ্ত
Ans:-(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২৭. স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) ব্রাহ্ম সমাজ
(খ) আর্য সমাজ
(গ) প্রার্থনা সমাজ
(ঘ) দয়ানন্দ বৈদিক সমাজ
Ans:-(খ) আর্য সমাজ
২৮. নিম্নলিখিতদের মধ্যে কে উপাসনালয় নির্মাণ করেছেন?
(ক) আকবর
(খ) আওরঙ্গজেব
(গ) শাহজাহান
(ঘ) জাহাঙ্গীর
Ans:-(ক) আকবর
২৯. ভারতের প্রথম মহিলা শাসক কে হয়েছিলেন?
(ক) চাঁদ বিবি
(খ) রাজিয়া বেগম
(গ) রানী লক্ষ্মীবাঈ
(ঘ) এর কোনটিই নয়
Ans:-(খ) রাজিয়া বেগম
৩০. টিপু সুলতান কোথায় শাসক ছিলেন?
(ক) হায়দ্রাবাদ
(খ) আহমেদ নগর
(গ) মহীশূর
(ঘ) বিজাপুর
Ans:-(ক) হায়দ্রাবাদ
