ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর pdf
হ্যালো বন্ধুরা আজ আমরা ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এখানে আমরা ইতিহাসের কিছু বাছাই করা প্রশ্ন ও উত্তর দিলাম যে গুলি যেকোনো পরীক্ষার জন্যে খুব উপযোগী। ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর পিডিএফ খুব তাড়াতড়ি এই সাইট এ পাবেন।
৩১. ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন?
(ক) মাহমুদ গজনবী
(খ) কুতুবুদ্দিন আইবক
(গ) মাহমুদ বিন কাসিম
(ঘ) মাহমুদ ঘোরি
Ans:-(গ) মাহমুদ বিন কাসিম
৩২. প্রথম ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) কনিষ্ক
(খ) হর্ষ
(গ) সমুদ্র গুপ্ত
(ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
Ans:-(ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
ইতিহাস কুইজ বই সাধারণ জ্ঞান বই
৩৩. শিখদের কাছে নান্দেদ গুরুদ্বার পবিত্র বলে মনে করা হয় কারণ এটি কার সমাধিস্থল?
(ক) গুরু অমরদাস
(খ) গুরু অঙ্গদ
(গ) গুরু অর্জুন দেব
(ঘ) গুরু গোবিন্দ সিং
Ans:-(ঘ) গুরু গোবিন্দ সিং
৩৪. বিখ্যাত সোমনাথ মন্দির কে ধ্বংস করেছিলেন?
(ক) মুহাম্মদ বিন কাসিম
(খ) সুলতান মাহমুদ
(গ) কুতুবুদ্দিন আইবক
(ঘ) মুহাম্মদ ঘোরি
Ans:-(খ) সুলতান মাহমুদ
৩৫. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাচীনতম স্মৃতিস্তম্ভ?
(ক) কুতুব মিনার
(খ) তাজমহল
(গ) অজন্তা গুহা
(ঘ) খাজুরাহো
Ans:-(গ) অজন্তা গুহা
৩৬. সিন্ধু সভ্যতার লোকেরা উপাসনা করত?
(ক) পশুপতি
(খ) ব্রহ্মা
(গ) বিষ্ণু
(ঘ) ইন্দ্র
Ans:-(ক) পশুপতি
৩৭. ত্রিপিটক একটি ধর্মীয় গ্রন্থ?
(ক) জৈন
(খ) হিন্দু
(গ) মুসলিম
(ঘ) বৌদ্ধ
Ans:-(ঘ) বৌদ্ধ
৩৮. পানিপথের তৃতীয় যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?
(ক) ১৭৯৯
(খ) ১৭৬১
(গ) ১৭৭১
(ঘ) ১৭৬৯
Ans:-(খ) ১৭৬১
৩৯. কোন যুদ্ধের পর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করা হয় বলে মনে করা হয়?
(ক) পানিপথের প্রথম যুদ্ধ
(খ) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
(গ) পলাশীর যুদ্ধ
(ঘ) বক্সারের যুদ্ধ
Ans:-(ক) পানিপথের প্রথম যুদ্ধ
৪০. ভারতে মুঘল রাজবংশ কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
(A) ১৪৫৫
(B) ১৬৮৮
(C) ১৫২৬
(D) ১৮২২
Ans:-
৪১. পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?
(A) ২৩ জুন, ১৭৫৭
(B) ২৬ জুন, ১৭৫৬
(C) ২৩ জুন, ১৭৫৯
(D) ২৭ জুন, ১৭৫৭
Ans:-(A) ২৩ জুন, ১৭৫৭
৪২. বক্সারের যুদ্ধ কখন শুরু হয়েছিল?
(A) ১৭৮৩
(B) ১৭৬৩
(C) ১৭৯৩
(D) ১৫৬৩
Ans:-(B) ১৭৬৩
৪৩. দিল্লিতে লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন?
(A) হুমায়ুন
(B) আকবর
(C) শাহজাহান
(D) শেরশাহ
Ans:-(C) শাহজাহান
৪৪. শিবাজির প্রশাসনে কাকে পেশোয়া বলা হত?
(ক) প্রতিরক্ষা মন্ত্রী
(খ) ধর্ম বিষয়ক মন্ত্রী
(গ) মুখ্যমন্ত্রী
(ঘ) বিচার মন্ত্রী
Ans:-(গ) মুখ্যমন্ত্রী
৪৫. ভারতের প্রথম সম্পূর্ণ রঙিন চলচ্চিত্র কোনটি?
(ক) আন
(খ) রাজা হরিশচন্দ্র
(গ) আলম আরা
(ঘ) ঝাঁসি কি রানি
Ans:-(ঘ) ঝাঁসি কি রানি
৪৬. ভিয়েনা সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ১৯১৫
(খ) ১৮২০
(গ) ১৮১৫
(ঘ) ১৯২০
Ans:-(গ) ১৮১৫
৪৭. কোন দেশকে ইউরোপের অসুস্থ মানুষ বলা হয়?
(ক) ফ্রান্স
(খ) জার্মানি
(গ) ইতালি
(ঘ) তুরস্ক
Ans:-(ঘ) তুরস্ক
ইতিহাস কুইজ বই সাধারণ জ্ঞান বই
৪৮. জার্মানির একীকরণ কখন সম্পন্ন হয়?
(ক) ১৮৪৯
(খ) ১৮৯০
(গ) ১৮৭০
(ঘ) ১৮৭১
Ans:-(ঘ) ১৮৭১
৪৯. ইউনিয়ন আইন কোন সালে পাস হয়?
(ক) ১৬৯৯
(খ) ১৭৫৭
(গ) ১৭০৭
(ঘ) ১৮১৫
Ans:-(গ) ১৭০৭
৫০. বলশেভিক বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
(A) ১৯৩৫
(B) ১৯১৭
(C) ১৮৯৯
(D) ১৯৫০
Ans:-(B) ১৯১৭
৫১. নতুন অর্থনৈতিক নীতি (NEP) এর প্রবর্তক কে ছিলেন?
(A) কার্ল মার্কস
(B) স্ট্যালিন
(C) লেনিন
(D) ট্রটস্কি
Ans:-(C) লেনিন
৫২. এপ্রিল থিসিস কে প্রণয়ন করেছিলেন?
(A) কার্ল মার্কস
(B) ট্রটস্কি
(C) লেনিন
(D) স্ট্যালিন
Ans:-(C) লেনিন
৫৩. লেনিন কখন নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেছিলেন?
(A) ১৯৩৫
(B) ১৯২১
(C) ১৯১৫
(D) ১৯২৯
Ans:-(C) ১৯১৫
৫৪. লাল বাহিনী কে গঠন করেছিলেন?
(A) কার্ল মার্কস
(B) ট্রটস্কি
(C) কেরেনস্কি
(D) স্ট্যালিন
Ans:-(B) ট্রটস্কি
৫৫. ভারতে ইংরেজি শিক্ষা কে চালু করেছিলেন?
(ক) ম্যাকলে
(খ) কার্জন
(গ) ডালহৌসি
(ঘ) কর্নওয়ালিস
Ans:-(ক) ম্যাকলে
৫৬. রাজা রামমোহন রায় নিম্নলিখিত বিষয়গুলির সাথে উদ্বিগ্ন ছিলেন না:
(ক) সতীদাহ প্রথা বিলোপ
(খ) বিধবা পুনর্বিবাহ
(গ) সংস্কৃত শিক্ষা
(ঘ) এর কোনটিই নয়
Ans:-(গ) সংস্কৃত শিক্ষা
৫৭. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কোন জেনারেল দায়ী ছিলেন?
(ক) জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক
(খ) জেনারেল মাউন্টব্যাটেন
(গ) জেনারেল ডায়ার
(ঘ) জেনারেল ডালহৌসি
Ans:-(গ) জেনারেল ডায়ার
৫৮. প্রথম মহীশূর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(ক) ব্রিটিশ এবং টিপু সুলতান
(খ) ব্রিটিশ এবং হায়দার আলী
(গ) ব্রিটিশ এবং মীর জাফর
(ঘ) ব্রিটিশ এবং নবাব সিরাজ-উদ-দৌলা
Ans:-(খ) ব্রিটিশ এবং হায়দার আলী
৫৯. সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছিলেন?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড মাউন্টব্যাটেন
(C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(D) লর্ড কার্জন
Ans:-(C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
60. মায়ানমার কোন সালে ভারত থেকে আলাদা হয়েছিল?
(A) 1950
(B) 1947
(C) 1937
(D) 1950
Ans:-(C) 1937
